গ্রন্থাগার সভ্য মানুষের জীবন যাত্রায় এক গুরুত্বপূর্ণ অঙ্গ। গ্রন্থাগারে পাঠক সহজেই তার পছন্দের বই পেতে পারে। একঘেয়ে ক্লান্ত জীবনে বই এনে দেয় প্রাণ স্পন্দন। একটি ভালো বই ভালো মানুষ গড়ে তুলতে বিশেষ অবদান রাখে। একটি জাতীকে উন্নত,শিক্ষিত ও সাংস্কৃতিমনা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গ্রন্থাগারের অবদান অসামান্য। আমাদের বিদ্যালয়ে একটি লাইবের্রী রয়েছে যেখানে ১০০ জন ছাত্রী একত্রে পড়াশোনা করতে পারে এবং সেখানে বইয়ের সংখ্যা প্রায় ৩০০০ এর অধিক।