একজন শিক্ষার্থীর জীবনে পড়াশোনার পাশাপাশি শিক্ষাসফর খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। কেননা শিক্ষা সফরের মাধ্যমে বাহ্যিক জ্ঞানের মাধ্যমে তার দক্ষতা ও জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধি করতে পারে। এরই লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী,ঐতিহাসিক স্থাপনা,প্রত্নতাত্বিক নিদর্শন স্থানসমূহ যেমনঃ সুন্দরবন,বাগেরহাট,কুষ্টিয়া কুঠিবাড়ি,স্বপ্নপুরী,ভিন্নজগৎ,মহাস্থানগড়,নাটোর লালপুর,ঝিনাইদহ সহ আরও অনেক জায়গায় শিক্ষা সফরের ব্যাবস্থা করা হয়। ইতিমধ্যে ২০১০,২০১১,২০১২,২০১৩,২০১৪,২০১৫,২০১৬,২০১৭,২০১৮ শিক্ষা বর্ষে উল্লেখিত স্থানসমূহে শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।