প্রধান শিক্ষকের বাণী

Image

মোঃ তালেবুর রহমান

প্রধান শিক্ষক

১৯২৬ সালে গান্ধী বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত বিদ্যাপিঠ বর্তমানে সেন্ট্রাল গার্লস হাই স্কুল নামে পাবনা তথা সমগ্র দেশে সুপরিচিত। কতিপয় বিদ্যোৎসাহী ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় এটি গড়ে ওঠে।বহু চড়াই উৎড়াই পার হয়ে আজ এইবিদ্যালয় অত্র এলাকায় শিক্ষা বিস্তারে বিপুল অবদান রাখছে। শিক্ষা ,সাংস্কৃতি ও খেলাধুলায় প্রতিষ্ঠানটির অবদান অপরিসিম। বহু যশস্ত্রী শিক্ষা,সাংস্কৃতি ও ক্রিড়া ব্যক্তিত্ব নামকরা এ প্রতিষ্ঠান থেকে পাস করে বেরিয়েছেন। এদের মধ্যে কেউ কেউ জাতিয় পরিমন্ডল অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনেও অবদান রাখছেন।তিন বারের  জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন শাপলা খাতুন অত্র বিদ্যালয়ে অধ্যয়ন করেছে। জাতীয় স্কুল ভলিবলে অত্র বিদ্যালয় বহুবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে।  সেন্ট্রাল গার্লস হাই স্কুল বর্তমানে একটি বিশাল প্রতিষ্ঠানের রুপ পরিগ্রহ করেছে। বিদ্যালয়ে অধ্যায়ন করছে প্রায় ৮০০(আটশত)শিক্ষার্থী। প্রতিবছরই এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু আছে। বিশাল মিলনায়তন,আধুনিক ও সুসজ্জিত বিজ্ঞানাগার,স্কুল লাইব্রেরী,কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম বিদ্যালয়টির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পাবলিক পরীক্ষায় জে.এস.সি ও এস.এস.সিতে ২০১৩খ্রীঃ হতে বিদ্যালয়ের রয়েছে শতভাগ পাশের ধারাবাহিক রেকর্ড। দক্ষ প্রশাসন অত্যন্ত সুশৃংখল ভাবে বিদ্যালয়টি পরিচালনা করছেন। ১৫জন শিক্ষক-শিক্ষিকা ও ৫জন কর্মচারি তাদের আন্তরিক সেবা প্রদান করছেন সর্বদা। শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের মাঝে রয়েছে হৃদ্যতাপুর্ণ সম্পর্ক। পরম করুনাময় অত্র প্রতিষ্ঠানকে উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন -এ কামনাই করি।