একজন শিক্ষার্থীর সুস্থ,স্বাভাবিক,প্রাণবন্ত ও শান্তিপূর্ণ জীবনযাপন করার ক্ষেত্রে ক্রীড়া প্রতিযোগিতা খুবই গুরুত্ব ভ’মিকা পালন করে। ক্রীড়া প্রতিযোগিতার ফলে দেহ,মন সুস্থ ও প্রফুল্ল থাকে। এজন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়ার বিষয়ে সর্তক দৃষ্টি রাখা হয়। ক্রীড়া শরীর ও মনকে প্রফুল্ল রাখে এ মন্ত্রে উজ্জিবিত হয়ে প্রতি বছর সেন্ট্র্র্রাল গার্লস হাই স্কুলের ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও সেন্ট্র্র্রাল গার্লস হাই স্কুলের অনেক শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থা কতৃর্ক আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে কৃতিত্বের সাক্ষর রেখে চলেছে।
পাবনা সেন্ট্রাল গার্লস হাই স্কুলের ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা : গত ৩১মার্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালেবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া উদ্বোধন করেন পাবনা জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন পাবনা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান। দিনব্যাপি আনন্দঘন পরিবেশে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারি প্রধান শিক্ষক সৈয়দ মনির হোসেন, সহকারি শিক্ষক শিহাবুল আলম, সুলতানা পারভীন, শফিকুল ইসলাম, শাকিলা পারভীন, মাসুদ রানা, রহিমা খাতুন, রাবেয়া খাতুন, সাজিদা,আব্দুল কাদের, কাকলী পারভীন ,সালমা খাতুন, রীমা খাতুন, প্রীতি হালদার প্রমুখ। ছাত্রীদের মধ্যে সে্চ্ছাসেবকের দায়িত্ব পালন করে জিনিয়া, মাইশা, লিসা, রহিমা, নুপুর,রিয়া, মেঘলা, মোনালিসা , ওলিজা রিদিকা, মাহবুবা, দিবা,মুনিয়াসহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক আব্দুর রব । ক্রীড়া শেষে বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনভর বার্ষিক ক্রীড়া কার্যক্রম সমাপ্ত করা হয়।