প্রয়োজনীয় শারীরিক পরিশ্রমের অভাবে শিশুদের মধ্যে অতিরিক্ত ওজন,টাইপ ২ ডায়বেটিস,নিদ্রাহীনতাসহ নানা ধরনের শারীরিক অসুস্থতার পাশাপাশি নেতিবাচক মানসিকতার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে।বিশ^ স্বাস্থ্য সংস্থার মতে,সুস্থ থাকার জন্য প্রতিদিন একটি শিশুর জন্য কমপক্ষে এক ঘন্টা শারীরিক পরিশ্রম করা প্রয়োজন। স্কুলের ছাত্রীদের প্রতিদিন হেঁটে যাতায়াতের মাধ্যমে সুস্থ থাকার জন্য তাদের উদ্বুদ্ধ করার পাশাপাশি কীভাবে তারা নিরাপদে হাঁটবে তার প্রশিক্ষন দেয়া হয়। আমাদের সেন্ট্র্র্রাল গার্লস হাই স্কুল এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ উদ্যোগে হেঁটে যাই বিদ্যালয়,দেহ-মন সুস্থ রয় স্লোগানে সুস্থতায় স্কুলে হেঁটে যাতায়াতের নিরাপদ পরিবেশ চাই। কর্মসূচির অংশ হিসেবে সেন্ট্র্র্রাল গার্লস হাই স্কুল এর শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয় প্রাঙ্গনে প্রশিক্ষণ প্রদান করা হয় যেখানে প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহন করে।